স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের কাকাউশ গ্রামে রোমানা আক্তার জেনি (১৯) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার সকালে থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকা জেনির লাশ উদ্ধার করে সুরতহাল করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সে ওই গ্রামের আব্দুল সামাদ ওরফে পন্ডিত মিয়ার কন্যা। ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকালে তার লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ জানিয়েছেন, মেয়েটির মৃত্যু নিয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।