দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
শায়েস্তাগঞ্জে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন কে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ ভূইয়ার নেতৃত্বে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজারে।
এ সময় পৌর এলাকার দাউদনগর গ্রামের মৃত আঃ খালেক এর ছেলে হৃদয় মিয়া(২৬) ও বড়চর গ্রামের মৃত আকছর উদ্দিন এর ছেলে আব্দুল আহাদ(৩৯) কে গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ভূইয়া দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কারাদণ্ড ও অর্থদণ্ড করে কারাগারে পাঠান।