স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ডাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের প্রভাব নেই জনজীবনে।
হবিগঞ্জ শহর সহ প্রায় সকল উপজেলায় চলছে সকল ধরনের যানবাহন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
গত সোমবার (২৭ নভেম্বর) ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে দুই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ এবং বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি ঘোষণা করেন তিনি।
সরেজমিনে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) হবিগঞ্জ শহর সহ শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক,নতুন ব্রিজ,পৌর শহর, স্টেশন রোড,অলিপুর শিল্প নগর এলাকা ঘুরে দেখা যায়, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।জানা যায়, জেলার প্রায় সব সড়কেই গণপরিবহন চলছে।
এছাড়াও সড়কে মোটরসাইকেল, প্রাইভেট গাড়ি, সিএনজি ও অটোরিকশা এবং রিকশা চলাচল করছে।
পাশাপাশি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান এবং দোকানপাট খোলা রয়েছে।
শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বর এবং আশেপাশের এলাকায় সিএনজি চালান তসকির মিয়া। হরতাল অবরোধের কারণে সিএনজি চালাতে কোনো সমস্যা হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো সমস্যা হয় নাই। তবে সবসময় একটা ভয় আতঙ্ক থাকে কখন কি হয়। গাড়ি না চালালে সংসার চলে না, তাই গাড়ি নিয়ে বের হতেই হয়।