নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দাউদনগর রেল গেইটে রেললাইনের ওপর অবৈধ বাজার বসায় প্রতিদিনই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা।
বুধবার সকাল ১১টার দিকে চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র তোরাব আলী (৫০) রেল লাইন পার হতে গেলে অবৈধ বাজার থাকার কারণে পার হতে না পারায় সিলেটগামী পারাবত ট্রেনের ধাক্কার শিকার হন। এতে তার পা বিচ্ছিন্ন হয়ে গেলেও অল্পের জন্য তিনি রক্ষা পান।
স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরকম আরও অনেক ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
রেলের উপর অবৈধ বাজার বসানোর বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান- আমরা জিআরপি পুলিশকে অবগত করলে তারা ওখানে গিয়ে রেলের উপর থাকা অবৈধ বাজার উচ্ছেদ করেন।এক দু’দিন যেতে না যেতে তারা আবার রেলের উপরে বাজার বসান,স্থানীয়রা যতক্ষণ পর্যন্ত এগিয়ে না আসবেন এ বিষয়ে ততক্ষণ পর্যন্ত স্থায়ী সমাধান হবে না।
জানা যায়, প্রতিদিন সিলেট, ঢাকা, চট্টগ্রাম লাইনে আন্তঃনগরসহ প্রায় ১৫টি ট্রেন চলাচল করছে। ট্রেন আসার সাথে সাথেই তারা সরে পড়ে। ট্রেন চলে গেলে বাজার বসে। এতে আরও বড় ধরণের দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা।