শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট থেকে :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সুপ্রীম কোর্টের আলোচিত আইনজীবী চুনারুঘাটের কৃতি সন্তান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।বুধবার(২৯ নভেম্বর)চুনারুঘাট (হবিগঞ্জ)নির্বাচন কমিশন অফিসে তিনি মনোনয়নপত্র জমা দেন।
সম্প্রতি হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর)আসন থেকে প্রার্থী হতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র ক্রয় করেছিলেন ব্যারিস্টার সুমন। তবে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন তিনি।বুধবার দুপুর প্রায় আড়াইটায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার সুমন। এর আগে নির্বাচন করার ঘোষণা দিয়ে তিনি বলেন,পরিশ্রম কখনও বৃথা যায় না। মানুষের ঘাম কখনও প্রতারণা করে না।
তিনি বলেন, চুনারুঘাট-মাধবপুরে আমার পক্ষে গণজোয়ার উঠেছে।জনগণ আমাকে হৃদয় দিয়ে ভালবাসে এবং চুনারুঘাট-মাধবপুর-এর উন্নয়নের জন্য জনগণ আমাকে এমপি হিসেবে দেখতে চায়।আমি শতভাগ আত্মবিশ্বাসী,নির্বাচনে বিজয়ী হব।নির্বাচনে বিজয়ী হলে উন্নয়নের মধ্য দিয়ে নিজ নির্বাচনী এলাকার ইতিহাস বদলে দিব,ইনশাআল্লাহ।এভাবেই বক্তব্য দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।