মোঃ আশিকুর রহমান,আজমিরীগঞ্জ :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসনে থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন টানা তিন বারের নির্বাচিত সংসদ সদস্য গন-মানুষের প্রিয়নেতা আলহাজ্ব অ্যাড. মোঃ আব্দুল মজিদ খান এমপি।
মঙ্গলবার ২৮ নভেম্বর বিকেলে বানিয়াচং বড়বাজার জননী কমিউনিটি সেন্টারের আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন গত রোববার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য দলীয় নেতাদের ‘ডামি’ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানান, আমি মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়ে এবং এলাকার জনগণের জোড়ালো দাবির প্রেক্ষিতে ও প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া আমি আমার আসনের সাধারণ মানুষের ভবিষ্যৎ নষ্ট হতে দিতে পারি না।