নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনুর যুক্তরাজ্য গমন উপলক্ষে প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদ নবীগঞ্জ এর উদ্দ্যোগে গতকাল সোমবার রাত ৮ টায় নবীগঞ্জ পৌরসভার সভাকক্ষে এক বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা সাংবাদিক তছনুর সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদ নবীগঞ্জ এর সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠুর সভাপতিত্বে ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক মোঃ সেলিম তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, সংবর্ধিত ব্যাক্তিত্ব মহিবুর রহমান চৌধুরী তছনু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, উত্তম কুমার পাল হিমেল, এমএ আহমদ আজাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি শাহ সুলতান আহমেদ, এম মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এটিএম জাকিরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, সাবেক কোষাধক্ষ শওকত আলী, সিনিয়র সদস্য মোঃ আবু তালেব, নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ফোয়াদ হাসান রাজন, সাধারণ সম্পাদক অঞ্জন রায়, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল ইসলাম সজীব, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলাল মিয়া, সাংবাদিক নাজমুল ইসলাম সাগর, ব্যবসায়ী রাসেল মিয়া প্রমূখ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিক মহিবুর রহমান চৌধুরী তছনু সততা, স্বচ্ছতা ও বিচক্ষণতার সহিত তার দায়িত্ব পালন করে গেছেন। প্রবাসেও তিনি এই পেশায় যুক্ত থাকবেন বলে বক্তরা আশা প্রকাশ করেন। সভা শেষে বিদায়ী অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়।