লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গুরুতর অসুস্থ সাংবাদিক ফরিদ খান এর আশু রোগমুক্তি ও সদ্য প্রয়াত সাংবাদিক গাজী শাহজাহান চিশতির মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
লাখাইয়ে বাংলাদেশ প্রেসক্লাব লাখাই শাখার আয়োজনে বাংলাদেশ প্রেসক্লাব এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠা সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ফরিদ খান এর আশু রোগমুক্তি ও বাংলাদেশ প্রেসক্লাব লাখাই শাখার সহসভাপতি সদ্য প্রয়াত প্রবীন সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা, সাদামনের মানুষ গাজী শাহজাহান চিশতির মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) বাদ আসর বাংলাদেশ প্রেসক্লাব লাখাই শাখার বুল্লাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে লাখাই শাখার সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন এর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন বাংলাদেশ প্রেসক্লাব এর উপদেষ্টা ও লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, বাংলাদেশ প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ,সহসভাপতি বিল্লাল আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক ইয়াকুব হাসান অন্তর, দপ্তর সম্পাদক কামরুল হাসান সুজন,সদস্য আলী আহমেদ প্রমূখ।
দোয়া মাহফিল এ মোনাজাত পরিচালনা করেন মাওলানা তাফাজ্জুল হক।