স্টাফ রিপোর্টার :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপিকে চতুর্থবারের মত আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী পরিবার।
গতকাল সন্ধ্যায় জেলা শহরে আনন্দ মিছিল করা হয়। পরে দলীয় কার্যালয়ে পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে মিষ্টিমুখ করানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তুষার মোদক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালিব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক গৌতম কুমার রায়, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়জুল বশির চৌধুরী সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমানসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।