এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত ত্রিপুরাবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ নবেম্বর) সকালে মঙ্গোলিয়া ব্যারেক স্বাস্থ্য ও শিশু বিকাশ কেন্দ্রে বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের সভাপতি চিত্তরঞ্জন দেববর্মার সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক সুনীল দেববর্মার সঞ্চালনায় উক্ত বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের আয়োজনে উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের রেমা কালেঙ্গায় ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত ত্রিপুরা জাতি গোষ্ঠীদের এক বস্তা করে চাল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।এতে প্রায় পঞ্চাশ টি পরিবারের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ ত্রিপুড়া কল্যান সংসদ।সহযোগীতা করেন বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদ।
এসময় প্রতিনিধিগণ আদিবাসী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিষয়ে কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তার সহিত সৌজন্য সাক্ষাৎ করে রেঞ্জ কর্মকর্তার সহযোগিতার প্রতিশ্রুতি নিয়েছেন।তারা জানান এ ব্যাপারে তিনি উপরমহলে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।