নিজস্ব প্রতিবেদক :
সিলেট-আখাউড়া রেল সড়কে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরে তেলবাহী বগির লাইনচ্যুত ঘটনায় এখনও সিডিউল বিপর্যয় হচ্ছে।
গত দুইদিন ধরে প্রতিটি ট্রেন ৩-৪ ঘন্টা সিডিউল বিপর্যস্ত হচ্ছে। ঘন্টার পর ঘন্টা যাত্রীরা স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন তারা।
শুক্রবার ঢাকাগামী জয়ন্তিকা, উদয়ন,পারাবতসহ বিভিন্ন ট্রেন তিন থেকে চার ঘন্টা পর শায়েস্তাগঞ্জ স্টেশনে পৌছেছে। অপেক্ষমান সিলেটগামী ট্রেনগুলোও ৩/৪ ঘন্টা শায়েস্তাগঞ্জ, রশিদপুর, শ্রীমঙ্গলে থেমে থাকে।
অথচ ট্রেনের টিকিটে সিডিউল ঠিক থাকলেও বাস্তবে এর কোন মিল নেই। যার ফলে যাত্রীদের ভোগান্তির পোহাতে হচ্ছে।
এবিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, আজ শনিবার সিলেট -চট্টগ্রামগামী ট্রেইন গুলোর সিডিউল একটু সমস্যা হবে কিন্তু আগামীকাল রবিবার থেকে সব ট্রেন সিডিউল স্বাভাবিক থাকবে। শায়েস্তাগঞ্জ (লস্করপুর) রাউওগায়ে তেলবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হওয়ার পর থেকেই এ সমস্যা দেখা দেয়।
প্রসঙ্গত, গত বুধবার রাত ৮টার সময় লস্করপুর রাউওগায়ে তেলবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। ১৩ ঘন্টা চেষ্টা চালিয়ে রেলযোগাযোগ স্বাভাবিক করেন কর্তৃপক্ষ।