লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাই থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৫ জন।
আসামীরা হলেন-আলমগীর মিয়া, মোঃ লাউস মিয়া, মোঃ স্বাধীন মিয়া, মোঃ রামিম মিয়া।
থানা পুলিশ সুত্রে জানা যায় লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) বিপুল চন্দ্র দেবনাথ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বৃহস্পতিবার (২৩ নভেম্বর)দিবাগত রাতে অভিযান চালিয়ে তেঘরিয়া গ্রামের মশ্বব আলীর ছেলে আলমগীর মিয়া মাদক আইনে বিচারিক আদালত আসামীকে ১ বছর সশ্রম কারাদণ্ড ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামীকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে।
অপর এক অভিযানে পুলিশের উপ-পরিদর্শক জালাল আহমেদ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে পূর্ব সিংহগ্রামের জজ মিয়ার ছেলে মোঃ লাউস মিয়া (৩৫), মোঃ মিটু মিয়ার ছেলে মোঃ স্বাধীন মিয়া (২০) ও মোঃ রামিম মিয়া (১৮) কে তাদের বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত আসামীদের কে শুক্রবার (২৪ নভেম্বর)হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।