আলমগীর কবির, মাধবপুর থেকে :
হবিগঞ্জে মাধবপুর উপজেলার পরিষদের অর্থায়নে আন্দিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ২৩নভেম্বর বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি চৌধুরী ফজলে ইমাম সুমন।
প্রধান শিক্ষক হালিমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এস, এম, জাকিরুল হাসান, সমাজসেবক মুক্তাকিন চৌধুরী, ইউপি সদস্য সাইফুল ইসলামসহ প্রমূখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ দেওয়া হয়।
উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানান। তিনি বলেন, পর্যায়ক্রমে মাধবপুর উপজেলার সব কটি শিক্ষাপ্রতিষ্ঠানের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেওয়া হবে।