স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকা থেকে গাঁজাসহ মোঃ বাবলু মিয়া (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল বুধবার তাকে আটক করে ১০ দিনের কারাদণ্ড ও ২শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সে একই এলাকার মৃত আব্দুল মন্নাফ এর ছেলে।
জানা যায়, দন্ডপ্রাপ্ত বাবলু মিয়া দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল। গতকাল বিষয়টি জানতে পেরে শহরের শ্মশান ঘাট এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের রেইডিং টিম।
এ সময় তাকে গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়। পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১০ দিনের কারাদণ্ড ও ২শ টাকা অর্থদণ্ড প্রদান করেন।