দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিশ্ব এন্টিমাইকোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালন করা হয়েছে।
বুধবার( ২২ নভেম্বর) সকাল ১১ টায় বিশ্ব এন্টিমাইকোবিয়াল সপ্তাহ পালন উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অদিতি রায়ের সভাপতিত্বে ও মেডিকেল টেকনিশিয়ান আবু সালেহ মামুনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ মোঃ হাবিব উল্লাহ, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ দেলোয়ার হোসেন, উপজেলা মৎস্য অধিদপ্তরের অফিস সহকারি আতিকুর রহমান প্রমুখ।আলোচনা সভা শেষে র্যালী অনু্ষ্ঠিত হয়।