স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার লামাপাড়া মহল্লায় পুকুরের পানিতে ডুবে আতিকুর রহমান রবিউল নামে এক দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় তার মরদেহ পুকুরের পানিতে ভেসে উঠলে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত রবিউল ওই মহল্লার নুরুজ্জামন মিয়ার পুত্র।
স্বজনরা জানান, রবিউলকে বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর পূর্বে সে পুকুর পাড়ে বসেই খেলাধুলা করছিল। পরে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হয়।
একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার উপ পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।