বানিয়াচঙ্গ(হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের তারাসই গ্রামে সংঘর্ষ, দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
সোমবার(৬জুলাই) সকাল ৮টায় দোকান বাকীর টাকা চাওয়াকে কেন্দ্র করে আব্দুল ওয়াদুদ ও সোহেল মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আব্দুল ওয়াদুদ (২০), মোহাম্মদ আলী (৩০) ও সোহেল মিয়া (২৮) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং শাইনুল্লাহ (৫৫) কে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া মারুফ (১৫), মুক্তাদির (১৭)সহ অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার জের ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং থানায় পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুন নুর মিয়ার পুত্র আব্দুল ওয়াদুদের দোকান থেকে রফিক মিয়ার পুত্র সোহেল মিয়া কয়েক দিন পূর্বে বাকীতে একটি সাবান ক্রয় করেছিল। বাকীর পাওনা টাকা চাওয়া নিয়ে দুই দিন পূর্বে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়।
এর জের ধরে সোমবার(৬জুলাই)সকালে পুনরায় দুই জনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ চলাকালে অন্তত ১০ জন আহত হয়।
এছাড়া আব্দুল ওয়াদুদ ও মারুফ মিয়ার দোকান ভাঙচুরসহ লুটপাট হয়।
খবর পেয়ে বানিয়াচং থানার এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ভাংচুরকৃত দোকান মালিকের আত্মীয়-স্বজনরা অভিযোগ করেন, হামলাকারীরা দোকান থেকে প্রায় কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।