নিজস্ব প্রতিবেদক :
শায়েস্তাগঞ্জ উপজেলায় মাদক সংরক্ষণ ও সেবনের অপরাধে গাজাঁসহ ২ জন কে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার শায়েস্তাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ ভূইয়া নেতৃত্বে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেইডিং টিম অভিযান পরিচালনা করে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজার ব্রীজ সংলগ্ন এলাকায়।
এসময় চাঁনপুর গ্রামের মৃত আব্দুল জব্বার এর ছেলে মোঃ সুজন মিয়া(২৯) ও সুতাং ব্রীজ সংলগ্ন একি ঘর থেকে মৃত লালচাঁন রবিদাসের মেয়ে সুমা রবিদাস ওরফে পার্বতী রবিদাস (২০)কে গাঁজাসহ হাতেনাতে দুইজনকে গ্রেফতার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৬ মাসের কারাদণ্ড ও একহাজার টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক কাজী হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নূরপুর ইউনিয়নের সুতাং ব্রীজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।