নিজস্ব প্রতিবেদক :
নবীগঞ্জ উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানানোর মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘটিত সংঘর্ষের ঘটনা জেলা আওয়ামী লীগের কটোর হস্তক্ষেপে নিঃস্পত্তি হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) সকালে নবীগঞ্জ জে,কে সরকারী হাইস্কুল প্রাঙ্গনে অনুষ্টিত এক শালিস বৈঠকে বিষয়টি নিঃস্পত্তি করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল, এডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীীগের সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ্র দাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চৌধুরীসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। শালিস বৈঠকের সভাপতি জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইছে। মানুষ ওই নির্বাচনকে উৎসব হিসেবে বেচেঁ নিয়েছে। অন্যদিকে বিএনপি, জামায়াত দেশে অরাজকতা সৃষ্টিসহ অগ্নি সন্ত্রাস চালিয়ে নির্বাচনের পরিবেশকে বিনষ্ট করার চক্রান্তে লিপ্ত রয়েছে।
এই সময়ে নিজেদের মধ্যে ভুলবুঝাবুঝি ও বিরোধ থাকলে হবে না। বিএনপি ও জামায়াতকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। এক পর্যায়ে বিরোধপুর্ণ নেতাদের মধ্যে খোলাখুলি করে সৌর্হাদ্যপুর্ণ পরিবেশে উভয় পক্ষের বিরোধ নিষ্পত্তি করে দেন। উল্লেখ্য, বুধবার রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন উদ্যোগে মিছিল বের করা হয়।
নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমদের নেতৃত্বে সাধারণ সম্পাদক গতি গোবিন্দ দাশ, সাইফুল জাহান চৌধুরীসহ নেতৃবৃন্দরা মিছিল ও পথসভা করেন। ওই সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান খানসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী মিছিল ও পথসভায় যোগ দেন। পথসভা শেষে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক তাদেরকে রেখে কেন মিছিল শুরু করা হলো এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক গতি গোবিন্দ দাশের কাছে জানতে চান।
উক্ত বিষয় নিয়ে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউপি সদস্য বাবলু আহমদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনা মীমাংসা করার জন্য বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ শহরের শেরপুর রোডস্থ আওয়ামীলীগ নেতা আব্দুল মালিক এর অফিসে সালিশ বৈঠকে বসেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ সময় জাবেদুল আলম চৌধুরী সাজু ও বাবলু আহমদের বিরোধটি মীমাংসা করে দেওয়া হলে ঘটনার শেষ পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলুর মধ্যে উত্তোপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে মোস্তাক আহমদ মিলু পিস্তল বের করে সাইফুল জাহান চৌধুরীর দিকে তাক করলে উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাসুক আলীর নেতৃত্বে পুলিশ শহরে অবস্থান নেয়। পরে বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খয়ের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ ও সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিষয়টি নিয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাৎক্ষনিকভাবে উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে জেলা নেতৃবৃন্দ নবীগঞ্জ এসে উভয়ের বিরোধ আপোষে নিষ্পত্তি করেন।