মোহাম্মদ আলী সরকার,শায়েস্তাগঞ্জ :
সকাল থেকে শায়েস্তাগঞ্জসহ আশপাশ এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টির সাথে দমকা হাওয়া বয়ে যাওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে। এব্যাপারে শায়েস্তাগঞ্জের পার্শবর্তী ছনাও গ্রামের কৃষক মকবুল হুসেন তালুকদার বলেন, এবছরে সময় মত বৃষ্টি না হওয়ায় বোর ধানের পরের পরের ফসলটি পানির অভাবে করতে পারিনি।
তাছাড়াও অসময়ে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় আমন ধানের চারাও যথা সময়ে জমিতে রোপন করতে পারিনি। একটু দেড়িতে ধানের চারা রোপন করায় নভেম্বরের শেষ সপ্তাহে ধান কাটা শুরু হবে। বর্তমানে বেশির ভাগ জমিতে আমন ধানে এখন চাউলে পরিপূর্ন হয়নি।
এমতাস্থায় বৃষ্টির সাথে ধমকা হাওয়ায় ধানগাছ মাটিতে পড়ে গেলে অনেক ধান নষ্ট হয়ে যাবে। অতি বৃষ্টি আর ধমকা হওয়ায় ধানি জমিসহ আলু,বেগুন, ফুলকপি, বাধাকপি,ধনিয়া পাতা, বিভিন্ন শাক সবজি সহ কৃষকের ব্যপক ক্ষয় ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে। সরেজমিনে দেখা যায় ওই গ্রামের প্রায় ৮/১০ বিঘা জমিতে অনেকেই গমের বীজ রোপন করেছেন।
অতি বৃষ্টির কারনে ওই সমস্ত জমিতে পানি ঝমে সমস্ত গমের বীজ কাঁদায় মিশে গেছে, তাছাড়াও গুড়ি গুড়ি বৃষ্টি ও দমকা হওয়ার কারণে অনেক কৃষকের সিম গাছের মাছাং ভেঙ্গে মাটিতে পড়ে গেছে।