দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
বিএনপি-জামায়াতসহ সমমনা দলের ডাকা দুদিন ব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে তেমন কোনো প্রভাব পড়েনি ঢাকা-সিলেট মহাসড়কে। দুরপাল্লার বাসসহ বিভিন্ন ছোট বড় যাত্রীবাহী ও পণ্যবাহী যান চলাচল করতে দেখা গেছে।যান চলাচল অনেকটাই ছিল স্বাভাবিক।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ বাস স্ট্যান্ড, অলিপুর বাস স্ট্যান্ড গিয়ে দেখা যায়, মহাসড়কে সকাল থেকেই দূরপাল্লাসহ আশপাশে বিভিন্ন জেলার বাস ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন চলাচল করছে। শায়েস্তাগঞ্জ পৌর শহর ও বিভিন্ন পয়েন্টে রীতিমতো যানজটের সৃষ্টি হতে দেখা গেছে ।
অন্যদিকে সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার,নছরতপুর গেইট, অলিপুরসহ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ প্রতিরোধে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা অবস্থান করেন।