দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের নীচে কাটা পড়ে যুবক নিহত হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় উপজেলার কুতুবের চক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
রেলপুলিশ সুত্রে জানাযায় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেন শায়েস্তাগঞ্জ জংশনের অদুরে কুতুবেরচক এলাকায় পৌছলে ট্রেনের নীচে কাটা পড়ে বিনয় পাল (৩৫) নামের এক যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় লোকজন পুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত বিনয় পাল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় সাকুয়া গ্রামের বিরেন্দ্র পালের ছেলে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ( আইসি)মীর সাব্বির আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকমকে বলেন খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে পাঠিয়েছি।