নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন প্রকল্প/উন্নয়নমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন” করেন।
১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন প্রকল্প/উন্নয়নমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন” করেন।
উক্ত অনুষ্ঠানে হবিগঞ্জ জেলায় প্রকল্পের উদ্বোধন/ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জের সম্মেলন কক্ষ হতে সংযুক্ত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ, পুলিশ সুপার, সিভিল সার্জন এবং জেলার বিভিন্ন দপ্তর, সংস্থা ও সরকারি দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আজমিরিগঞ্জ উপজেলার আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীগণ প্রমুখ।
প্রধানমন্ত্রীর বক্তব্য সমাপ্ত হলে হবিগঞ্জ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা ও প্রধানমন্ত্রীর অবদান সংক্রান্ত মুক্ত আলোচনায় অংশ নেন।
পরবর্তীতে জেলা প্রশাসক বিভিন্ন সুবিধা ভোগীদের সাথে মতবিনিময় করেন।