স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের বানিয়াচং প্রেসক্লাবের সভায় লাখাই উপজেলার সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা,সাদামনের মানুষ ও শহীদ পরিবারের সন্তান গাজী শাহজাহান চিশতির মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে ও বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় তাঁর সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ইমদাদুল হোসেন খান’র সভাপতিত্বে অনুষ্ঠিত ক্লাবের সভায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া সভায় দ্য ডেইলি বাংলাদেশ এক্সপ্রেস’র বানিয়াচং প্রতিনিধি হৃদয় খান ও শিক্ষানবিস সাংবাদিক এসকে রাসেলকে ক্লাবের নতুন সদস্য করা হয়।
বানিয়াচং প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক প্রভাকর’র বানিয়াচং প্রতিনিধি মুক্তাদির হাসান সেবুল’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী (দৈনিক হক্ব ইনসাফ ও দৈনিক হবিগঞ্জের আয়না), নির্বাহী সদস্য ও দৈনিক অন্যদিগন্ত’র হাওরাঞ্চল প্রতিনিধি হাবিবুর রহমান মাসুক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক প্রতিদিনের বাণী’র বানিয়াচং প্রতিনিধি রিতেষ কুমার বৈষ্ণব, নির্বাহী সদস্য ও দৈনিক আমার হবিগঞ্জ’র বানিয়াচং প্রতিনিধি হৃদয় হাসান শিশির, সদস্য হৃদয় খান, এসকে রাসেল প্রমূখ।