নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির বিরুদ্ধে রাজপথে সতর্ক পাহারায় আছেন ক্ষমতাসীন শায়েস্তাগঞ্জ উপজেলার আওয়ামী লীগ নেতাকর্মীরা।
১৩ নভেম্বর সোমবার সকাল থেকে শায়েস্তাগঞ্জ উপজেলার রেল জংশন,নছরতপুর গেইট, সুতাং,অলিপুর, পুরান বাজারসহ বিভিন্ন রাজপথে সতর্ক পাহারায় আছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকব। বিএনপি অবৈধ অবরোধ দিয়েছে, কোনোভাবে যেন তারা গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করতে না পারে সেজন্য সকল নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে আমাদের শান্তি সমাবেশ করেছি।
আওয়ামী লীগের পাশাপাশি পৃথক কর্মসূচি নিয়ে মাঠে থাকছে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।