এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ৭৬তম স্কাউট লিডার বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ নবেম্বর) দুপুরে উপজেলার পৌরসভাস্থ দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার কাওসার শোকরানা,দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা তৈয়বা খাতুন।
চুনারুঘাট উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের ৫ দিনের লিডার বেসিক কোর্সটি পরিচালিত হয়।এতে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রতিনিধি স্কাউট লিডার সদস্যদের বেসিক বিষয়ে শিক্ষা পরামর্শ ও দিকনির্দেশনা দেয়া হয়।
এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।