নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সিপাহসালার শাহ সায়্যেদ নাছির উদ্দিন (র.) একাডেমী ও কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে ২০২২ সালের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা সভায় সিপাহসালার শাহ সায়্যেদ নাছির উদ্দিন (র.) একাডেমী ও কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন বহরা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন।
সুবিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহার, সহকারী প্রধান শিক্ষক আইনুল ইসলাম মিজান, প্রতিষ্ঠাতা রুহুল আমিন, সুলতান মেম্বার, সমাজ সেবক মীর্জা ইশরাম, সাংবাদিক রাজিব দেব রায় রাজু, হামিদুর রহমান, আনোয়ার হোসেন বেলাল, ফারুক আহমেদ প্রমুখ।