বাহার উদ্দিন :
হবিগঞ্জের লাখাই উপজেলার হবিগঞ্জ লাখাই সড়কের বুল্লাবাজার অংশ হইতে মধ্য সিংহগ্রাম পর্যন্ত সড়কের বেহাল অবস্থা।
সড়কের স্থানে স্থানে কার্পেটিং ক্ষতিগ্রস্থ হয়ে খানা- খন্দের সৃষ্টি হওয়ায় দীর্ঘদিন যাবত যানচলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। জনসাধারণের চলাচলও সীমিত হয়ে পড়েছে। একান্ত দায়ে না পড়লে কেউই এ সড়ক মারায়না।এক সময়ের ব্যস্ততম সড়কে এখন সুনশান বিরবতা।
এরই মধ্যে বিগত কয়েকদিন পূর্বের টানা ভারী বৃষ্টিপাতের কারণে সড়কের মাঝামাঝি অংশের নাজিম উদ্দীন এর বাড়ি সংলগ্ন স্থানে সড়কের একাংশ ধ্বংসে বৃহৎ গর্তের সৃষ্টি হওয়ায় সড়কটি চলাচলের অনুযোগী হয়ে পড়েছে।
রাত- বিরাতে পথচলতি মানুষের জন্য এখন এটি মরন ফাঁদে পরিনত হয়ে পড়েছে।
যে কোন সময় যে কোন পথচারী দূর্ঘটনা কবলিত হতে পারে।এমনিতেই ছোট ছোট দূর্ঘটনা ঘটেই চলেছে।
সড়কের এ অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যেন এগুলো দেখার কেউ নেই।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আখতার হোসেন এর সাথে আলাপকালে জানান আমাকে ক্ষতিগ্রস্থ সড়কের ছবি প্রেরণ করেন।এটি দেখে সংসলিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে চেষ্টা করব।