বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার চলিতাতলা নোয়াগাঁও গ্রামে ১৩ বছরের শিশুকে ধর্ষণ করেছে একই গ্রামের আব্দুল ছত্তার ওরফে ছতন (৫০) নামের এক ব্যক্তি।
তাকে আটক করে রাতেই ৬০ হাজার টাকায় রফাদফা করা হয়েছে।
জানা যায়, রবিবার(৫জুলাই) রাত অনুমান সাড়ে ৯টারদিকে ধর্ষক ছতন আব্দুল আহাদের বাড়িতে গিয়ে নির্জন পরিবেশে বসতঘরে প্রবেশ করে ১৩ বছর বয়সী শিশুকে ধর্ষন করে।
এসময় আব্দুল আহাদ দেখে ফেলেন। সাথে সাথে তাকে বাড়ির লোকজন আটক করে উত্তম মধ্যম দিতে থাকেন।খবর পেয়ে গ্রামের লোকজন বাড়িতে জড়ো হতে থাকেন।
এসময় বিশিষ্ট মুরুব্বী হিরা মিয়া, মফিজ উল্লার পুত্র কদ্দুছ মিয়াসহ শতাধিক মানুষের উপস্থিতিতে তাকে ৬০ হাজার টাকা জরিমানা প্রদান করে ছেড়ে দেয়া হয়।
জরিমানার টাকার জিম্মাদার হন কদ্দুছ মিয়া। আজ সোমবার ওই টাকা পরিশোধের কথা রয়েছে।