রুবেল মিয়া,(মাধবপুর) থেকে :
“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়।
শনিবার (৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষধ সামনে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে অনুষ্টান শুরু হলে উপজেলা সমবায় কর্মকর্তা হারুন উর রশিদ এর সঞ্চালনায় নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুম সচ্ছতায় কুরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রধান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএফএম শাহজাহান, বিশেষ অতিথি সহকারী অফিসার ভূমি রাহাত বিন কুতুব, প্রণিসম্পদ কর্মকর্তা ড. আব্দুস সাত্তার বেগ, প্রেসক্লাব সভাপতি মো. অলিদ মিয়া প্রমূখ।
প্রধান অতিথি উপস্থিত ২৩৫ টি সমবায় সমিতির সভাপতি এবং সেক্রেটারীকে উদ্দেশ্য করে বলেন, সমবায় সমতি একটি বড় শক্তি তবে এর সৎ ব্যবহার করতে হবে। শুধু কাগজে কলমেই সমিতি গুলো রয়ে গেলে হবে না প্রেকটিকাল কার্যক্রম করতে হবে।
অনুষ্টানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার অনুষ্টানের সমাপনি বক্তব্য বলেন, সমবায় সমিতি গুলোর প্রসার আরো বাড়াতে হবে। তিনি বড় বড় কয়েকটি সমিতির উদাহরন দিয়ে বলেন, মাদবপুরেও তেমনভাবে সমিতি গড়ে তলতে হবে।