হবিগঞ্জ প্রতিনিধি :
গত ৭২ ঘন্টার অবরোধ শেষে হবিগঞ্জ থেকে শুরু হয়েছে বাস চালাচল। শুক্রবার দিনের শুরুতে হবিগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেছে হবিগঞ্জ সিলেট বিরতিহীন এক্সপ্রেস পরিবাহনের বাস। এছাড়া হবিগঞ্জ-ঢাকা, হবিগঞ্জ-চট্টগ্রামসহ সারাদেশের সাথে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বাস চলাচলে অনেকটা স্বস্তি ফিরেছে যাত্রী, চালাক ও শ্রমিকদের মাঝে। তবে, আগামী রবি ও সোমবারে ফের অবরোধের ডাকে ক্ষোভ প্রকাশ করছেন পরিবহন শ্রমিকরা। তারা বলছেন হরতাল-অবরোধ দিলে দিনমজুর শ্রমিকদের সংসার চালাতে কষ্ট হয়।
গত মঙ্গলবার থেকে ৩ দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি ও জামায়াত। এতে সড়কে নিরাপত্তার শঙ্কায় হবিগঞ্জ থেকে দূরপাল্লার কোন বাস চলাচল করেনি। যে কারণে বিপাকে পরেন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
অবরোধে দূরপাল্লার বাস চলাচল না করায় অনেকটা বাধ্য হয়ে বিকল্প ছোট ছোট পরিবহনে যাতায়াত করতে হয়েছে যাত্রীদের। এতে গুনতে হয়েছে অতিরিক্ত বাড়া।