হবিগঞ্জ প্রতিনিধি :
বিএনপি জামায়াতের ডাকা তিনদিনের অবরোধে হবিগঞ্জে দূরপাল্লার কোন যানবাহন চলাচল না করলেও অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল করতে দেখা যায়। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে অবরোধের গত ৩দিনে জেলা জুড়ে একাধিক মামলায় বিএনপি জামায়াতের ২৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে বলে পুলিশ জানিয়েছে।
অবরোধ চলাকালে জেলার বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে পিকেটিং করতে দেখা যায়। অপরদিকে অবরোধের বিপক্ষে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল মিটিং ও শান্তি সমাবেশ অব্যাহত রেখেছেন। এছাড়া পুলিশ, র্যাব ও বিজিবিকে বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায়। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থানে রয়েছে।
অবরোধ চলাকালে জেলায় গত ৩দিনে বাহুবল থানায় ৪জন, নবীগঞ্জে ১জন, চুনারুঘাটে ৪জন, সদরে ৫জন এবং বানিয়াচং থানায় ৯জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
এদিকে গত মঙ্গলবার (৩১ অক্টোবর) বাহুবল উপজেলার মিরপুরে ত্রিমুখী সংঘর্ষে ঘটনায় বিএনপির ৬৫ নেতাকর্মী নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫০জনকে আসামি করে পুলিশ এ্যাসল্ট মামলা দায়ের করা হয়েছে। বাহুবল মডেল থানার এসআই মুকসেদুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস এন্ড অপস) মো: সামসুল হক জানান, জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও যেকোন অগ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সর্তক অবস্থানে আছে।