নিজস্ব প্রতিবেদক :
জাতীয় যুব দিবস ২০২৩ উপলক্ষে হবিগঞ্জ ও যুব উন্নয়ন অধিদপ্তর হবিগঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, যুবঋনের চেক, সনদপত্র, শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল আত্মকর্মীদের মাঝে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। ১ নবেম্বর বুধবার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ।
এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা প্রশাসবের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষনার্থী বৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজনেরা।
জেলা প্রশাসক সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী প্রশিক্ষনার্থী বৃন্দের মাঝে সনদপত্র, ক্রেস্ট, ড্রাইভিং লাইসেন্স বিতরণ করেন।
যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে যুবঋনের চেক বিতরণ করেন ও সংস্কারকৃত পুকুরে মাছের পোনা উপমুক্ত করেন।
জেলা প্রশাসক এসময় যুবদের মাঝে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে তাদেরকে স্বাবলম্বী ও আত্মপ্রত্যয়ী হতে পরামর্শ প্রদান করেন।