বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) উপজেলা ক্রীড়া সংসার আয়োজনে উপজেলার মশাদিয়া গ্রামস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিকাল বেলা শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ফজলে এলাহি ফরহাদ এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগ এর সহসভাপতি আব্দুল মতিন,মুড়িয়াউক ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি মাসুক তালুকদার, বামৈ ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি আব্দুল আহাদ প্রমুখ।
আলোচনা শেষে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা নি র্বাহী কর্মকর্তা( ইউ,এন,ও) নাহিদা সুলতানা।
উদ্বোধনী দিনের খেলায় অংশ নেন ভাদিকারা শেখ ভানুশাহ স্পোর্টিং ক্লাব বনাম তেঘরিয়া গ্রীন স্পোর্টিং ক্লাব।
খেলায় নির্ধারিত সময়ে, অতিরিক্ত সময়ে গোল শুন্য ড্র হলে ট্রাইব্রেকার অনুষ্ঠিত হয়। এতেও খেলা অমিমাংসিত থাকায় আগামীকাল বুধবার (১ নভেম্বর) বিকাল ৩ টায় পূনরায় ট্রাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারন করার সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি।
উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ফজলে এলাহি ফরহাদ জানান এ ফুটবল টুর্নামেন্ট এ উপজেলার ৬ টি ইউনিয়ন এর মোট ৮ টি ক্লাব অংশ নিচ্ছে। প্রতিদিন ১ টি করে খেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৭ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।