নিজস্ব প্রতিবেদক :
মাধবপুরে লাল মিয়া (৪৫) নামে এক ৪ সন্তানের জনক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার চৌমুনী ইউনিয়নের জয়পুর গ্রামে গতকাল সোমবার বিকেলে ঘটনাটি ঘটে।
জানা যায়, প্রায় ২০ বছর আগে ঢাকার সাভারে পরিবার নিয়ে বসবাস করার সময় গার্মেন্টস কর্মী মজিনা বেগমের সঙ্গে সঙ্গে বিয়ে হয়।
কয়েক বছর পর শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে তাদের বাড়ি উপজেলার চৌমূহনী ইউনিয়নের জয়পুর গ্রামে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এরই মধ্যে তাদের ৪ সন্তান জন্ম নেয়। ভ্যান চালিয়ে সংসার চালাতেন লাল মিয়া। কিছুদিন যাবত তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
গতকাল সোমবার বিকাল ৩ টার দিকে বাড়িতে তিনি গলায় ফাঁস লাগায়। স্বজনরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মাধবপুর থানার এস আই মনিরুজ্জামান লাশের সুরতহাল রিপোর্ট করেন।