দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন ভূঞা।
সোমবার রাতে মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উত্তম কুমার দাশ,শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসম আফজাল আলী, সাবেক সভাপতি অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারন সম্পাদক মঈনুল হাসান রতন, সাবেক সাধারন সম্পাদক উপাধ্যক্ষ জালাল উদ্দিন রুমি, সাবেক সাধারন সম্পাদক হারুন সাই, সাবেক সাধারন সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, সাবেক সহ-সভাপতি সমীরন চক্রবর্তী শংকু, কোষাধ্যক্ষ কামরুল হাসান, প্রচার সম্পাদক শাহ মোস্তফা কামাল, সাংবাদিক সৈয়দ শাহান শাহ পীর, সৈয়দ মাসুক ভান্ডারি, দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকমের সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু, শামীম আহমেদ, সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শাহ হুমায়ুন কবির, হামিদুল হক বুলবুল, অপু দাস।
নবাগত ওসি মোবারক হোসেন ভুঞা বলেন মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স থাকবে।
থানায় এসে যাতে কেউ হয়রানির শিকার না হয় সেদিকে তিনি তীক্ন নজর রাখবেন। পুলিশ আর সাংবাদিকরা মিলে অপরাধ নির্মুল করবেন বলেও তিনি জানান। শায়েস্তাগঞ্জ থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন তিনি।