লাখাই প্রতিনিধি :
বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ লাখাই উপজেলার ২ নম্বর মুড়াকরি ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
গত ২০ অক্টোবর সকাল ৮টায় জিরুন্ডা পূর্বগ্রাম জামে মসজিদে মাওঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে ও মাওলানা খাইরুদ্দীন এর সঞ্চালনায় কমিটি গঠন কল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মশিউক শিক্ষক কল্যাণ পরিষদ লাখাই উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি আমিনুল হক, মাওলানা মুশতাক আহমদ।
আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে মাওলানা খাইরুদ্দীনকে সভাপতি, মাওঃ জালাল উদ্দীনকে সাধারণ সম্পাদক, মাওলানা আব্দুল জলিলকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা মাসুম বিল্লাকে কোষাধ্যক্ষ, মাওলানা ইব্রাহিমকে দপ্তর সম্পাদক করে এবং মাওলানা আব্দুর রউফ ও মোছাঃ শিরিন আক্তারকে সদস্য হিসেবে মনোনীত করে ৭ সদস্য বিশিষ্ট মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ এর মোড়াকরি ইউনিয়ন কমিটি গঠন করা হয়!