এফ আর হারিছ, বাহুবল থেকেঃ
হবিগঞ্জের বাহুবলে হযরত খান বাহাদুর আহছান উল্লা (রঃ) এর প্রতিষ্ঠিত আহছানিয়া মিশনের খানকা উদ্বোধন করা হয়েছে।
শনিবার বাদ আসর উপজেলার পুটিজুরী ইউনিয়নের কুমেদপুর গ্রামে আহছানিয়া মিশনের এ খানকা উদ্বোধন করা হয়।
পুটিজুরী আহছানিয়া মিশনের সভাপতি শাহ মুজিবুর রহমান ( রকিব) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মাজিদুর রহমান শিপু’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।
মুখ্য আলোচনা পেশ করেন, আহছান উল্লা ইনিষ্টিটিউট এর মহা পরিচালক এ এফ এম এনামুল হক।
স্বাগত বক্তব্য রাখেন, পুটিজুরী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নজরুল ইসলাম, হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মোঃ শহীদ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহ সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলামসহ কেন্দ্রীয় আহছানিয়া মিশনের নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন ও জেলা নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন, পুটিজুরী জামে মসজিদের খতীব মাওঃ জামাল উদ্দিন মুন্সি।