বাহার উদ্দিন, লাখাই থেকে :
বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ লাখাই উপজেলার ১ নং লাখাই ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
২০ অক্টোবর সকাল ১১টায় লাখাই উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে কারী মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা মুখলিছুর রহমানের সঞ্চালনায় কমিটি গঠন কল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মশিউক শিক্ষক কল্যাণ পরিষদ লাখাই উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুশতাক আহমদ।
আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে মাওলানা মুখলিছুর রহমানকে সভাপতি, মাওলানা শরীফ উদ্দিনকে সাধারণ সম্পাদক, হাফেজ মাওলানা মুদ্দাচ্ছিরকে সাংগঠনিক সম্পাদক , কারী মাহবুবুর রহমানকে কোষাধ্যক্ষ, মাওলানা আব্দুর রহমানকে দপ্তর সম্পাদক করে, মাওলানা আলমগীর, মাওলানা আবুল কাসেম লায়েস, শামছুন্নাহার আখি ও রুমা বেগমকে সদস্য হিসেবে মনোনীত করে ৯ সদস্য বিশিষ্ট ১ নম্বর লাখাই ইউনিয়ন মউশিক শিক্ষক কল্যাণ কমিটি গঠন করা হয়।