নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জে মেক্সি ও মোটরসাইকেল এর সংঘর্ষ হয় এতে একজন ইউপি সদস্য গুরুতর আহত হয়।
২৭ অক্টোবর (শুক্রবার) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার নছরতপুর ১১ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আহত ইউপি সদস্য জাহাঙ্গীর আলম নূরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও নূরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, আহত ইউপি সদস্য জাহাঙ্গীর আলম সুতাং থেকে মোটরসাইকেল করে শায়েস্তাগঞ্জ যাওয়ার পথে নছরতপুর নামক স্থানে মেক্সির সঙ্গে সংঘর্ষ হয় এতে গুরুত্বর আহত হন।
স্থানীয়রা আহত ইউপি সদস্যকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। তখন কর্তব্যরত ডাক্তার জাহাঙ্গীর আলমকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় প্রেরণ করেন।