স্টাফ রিপোর্টার :
মাধবপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুর আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
উপস্থিত ছিলেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, ওসি (তদন্ত) আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমানসহ ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।