এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিনামূল্যে সার বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহিদুল ইসলাম।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা দশটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন কৃষক কৃষাণী কে ২০২৩/২৪ অর্থ বছরে রবি,মৌসুমে গম,ভুট্রা,সরিষা,সূর্যমুখী, চিনাবাদাম ও মসুর উৎপাদন বৃদ্ধি প্রনোদনার আওতায় বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর বলেন,বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ উদ্যোগে দেশের কোন জায়গা অনাবাদি রাখা যাবে না। তাই সরকার নিয়মিত কৃষি উপকরণ বিতরণ করে যাচ্ছেন। আপনারও সুবিধা ভোগ করে জীবনমান্নোয়ন ও দেশকে উন্নয়ন কার্যক্রমে এগিয়ে নিয়ে যাবেন।