এফ এম খন্দকার মায়া :-
হবিগঞ্জে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ অটিজম বিষয়ক সম্পাদক সম্পাদক ফাহিম চৌধুরী কে জেলা ছাত্রলীগের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত)ডাক্তার সাইফ ই রহমান তন্ময় এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা প্রদান করা হয়েছে।
হবিগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে সংবর্ধিত ব্যক্তি হিসেবে উপস্থিত হোন হবিগঞ্জ জেলার কৃতি সন্তান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা ও হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক,কেন্দ্রীয় ছাত্রলীগের উপ অটিজম বিষয়ক সম্পাদক ফাহিম চৌধুরী।
অথিতি ও সংবর্ধিত ব্যক্তি কেন্দ্রীয় ছাত্রলীগের উপ অটিজম বিষয়ক সম্পাদক ফাহিম চৌধুরী বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ইনান সহ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা শুভেচ্ছা জানান জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের কে।পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা বিষয়ে পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি জুবেদ আহমেদ সবুজ,সহ সভাপতি নাজমুল শায়েক,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিফ চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আফিফ জাহান নাঈম, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হানি, হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হৃদয় , যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ শাহিন, হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সদস্য অম্লান, নিজামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমান হৃদয়, নিজামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, লস্করপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ মিয়া প্রমুখ।