বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে সময়ের সাহসী কলম সৈনিক ও লাখাই প্রেসক্লাব এর সহসভাপতি সদ্য প্রয়াত আতাউর রহমান ইমরান এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর)বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তন এ লাখাই প্রেসক্লাব আয়োজিত দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া, উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সদ্য প্রয়াত আতাউর রহমান ইমরান এর কর্মময় জীবন এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদ এর সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও প্রয়াত আতাউর রহমান ইমরান এর মাতা বেগম ফরজুন্নেসা,প্রয়াত ইমরানের চাচা বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম মালু, মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবুল কাসেম মোল্লা ফয়সাল, উপজেলা আওয়ামিলীগ এর সহসভাপতি আব্দুল মতিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ নোমান মোল্লা,স্বরচিত কবিতা পাঠ করেন সহসভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, লাখাই প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হান্নান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাওলানা জালাল আহমেদ,সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ,হবিগঞ্জের বানী পত্রিকার বার্তা সম্পাদক মোঃ সজলু মিয়া, বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান গাজী শাহজাহান চিশতি,সাবেক সাধারণ সম্পাদক আশীষ দাশগুপ্ত, সাংবাদিক হাজী মহসিন সাদেক, লাখাই প্রেসক্লাব এর যুগ্ম সম্পাদক আলী আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মাসুদ রানা মাসুক, সুমন আহমেদ বিজয়, সহসম্পাদক শাহীনুর রহমান মোল্লা শাহীন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, এম এম সি শুভ,সহপ্রচার সম্পাদক ইয়াকুব হাসান অন্তর, ব্যবসায়ী রানা তালুকদার প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মাওঃ শাহীনুর রহমান মোল্লা শাহীন।
আলোচনা শেষে দোয়া মাহফিল এ মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদ ইমাম মাওলানা মহিবুর রহমান।
সভায় বক্তাগন বলেন প্রয়াত আতাউর রহমান ইমরান মবতো মেধাবী ও সাহসী কলম সৈনিক এর আকস্মিক প্রয়ানে আমাদের অপূরনীয় ক্ষতি সাধন হয়েছে। আতাউর রহমান ইমরান আদর্শ আমাদের ধারন করতে হবে।