লাখাই প্রতিনিধি :
বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক হবিগঞ্জ পৌরসভার স্বেচ্ছায় পদত্যাগ কারী মেয়র আলহাজ্ব জি কে গউছ এর মুক্তি দাবিতে হবিগঞ্জের লাখাই উপজেলার ৬ নম্বর বুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে হয়।
মঙ্গলবার(২৪ অক্টোবর) বুল্লা ইউনিয়নের মাদনায় ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তাদির আহাম্মদ এর সভাপতিত্বে ও আব্দুল ওয়াহাব তালুকদার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি শেখ মোঃ ফরিদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলার বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন আহমদ।
আলোচনায় অংশ নেন গোলাম মোস্তফা ভুঁইয়া, মোঃ বরজু মিয়া, কলেজ ছাত্র দলের আহবায়ক শাকিব আহমেদ,৬নং বুল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি প্রা্র্থী আব্দুল আজীম,ডাঃজসীম, মোঃ মাসুম মিয়া মোঃ মহিউদ্দিন, আমির খান, আশিক আহমেদ, তানবির, ফয়সল মিয়া, নুর আলম, দুলাল মিয়া জাকারিয়া চৌধুরী, ইসমাইল, ফারুক আহমেদ, শিবির আহমেদ, আবদুর রহমান, হাজি কবির মিয়া, আলাই মিয়া,আলামিন, হিরাজ মিয়া, জাহিদুল হক, সাইফুল ইসলাম, আব্দুল মন্নান, নাজির উদ্দিন, ইদ্রিস মিয়া, কাদির মিয়া, মজিবুর , উজ্জ্বল তালুকদার খর্শেদ মিয়া তোয়াহা মিয়া, মঈনউদ্দীন, বাবলু মিয়া, আব্দুল রাজ্জাক, জয়নাল উদ্দিন, মোজাম্মেল, ইসা মিয়া, আহাব মিয়া, মিজান মিয়া, সুমন মিয়া, মহিউদ্দিন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদেশে নিয়ে সুচিকিৎসা ও আলহাজ্ব জি কে গউছ এর নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন।