বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুর স্টেশনের পশ্চিম আউটারে তেলবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ১০ ঘণ্টা পর বেলা দুইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রবিবার ভোর ৪টায় মালবাহী একটি ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হলে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার ফলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী পারাবত ট্রেন শায়েস্তাগঞ্জ স্টেশনে আটকা পড়ে। সিলেট থেকে ঢাকার পথে চলাচলকারী আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেন ও সিলেট আখাউড়া পথে চলাচলকারী কমিউটার ট্রেন ডেমুর যাত্রা বাতিল করা হয়। পাশাপাশি চট্টগ্রাম অভিমুখী পাহাড়িকা ট্রেন কুলাউড়া ও ঢাকা অভিমুখী আন্তনগর জয়ন্তিকা ট্রেন শমশেরনগর স্টেশনে আটকা পড়ে।
রশিদপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার ইয়াছিন আরাফাত জানান, রবিবার ভোর ৪টার দিকে রশিদপুর রেলওয়ে জংশনের আউট ডোরে সিগন্যালের কাছে ঢাকাগামী মালবাহি ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়ে গেলে ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আমাদের পশ্চিম আউটার সিগনালের বাইরে থাকতেই চাকার নাটগুলি ডিল হয়ে যায় ও এদিকে ট্রেনের গতিও বেশি খাকায় বগিগুলো হেলেডুলে আমার ষ্টেশনের ভিতরে এসে ৭টি বগি উল্টে পড়ে যায়।
তিনি বলেন, কুলাউড়া ও আখাউড়া লোকোশেড থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিলে ট্রেন চলাচল শুরু হয়