আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাটঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চুনারুঘাটের বিভিন্ন পুজাঁমন্ডপ পরিদর্শন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ।
(২২ অক্টোম্বর) রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগান, আমু ও নালুয়া চা বাগান, ইকরতলী ছয়শ্রী সার্বজনীন পুজাঁমন্ডপ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় জেলা প্রশাসক এর স্বামী রংপুর বিভাগের এডিশনাল ডিআইজি উত্তম পাল সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন,চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক,সহকারী কমিশনার ভুমি মাহবুব আলম, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ ও দেওরগাছ উইপি চেয়ারম্যান রুমন ফরাজী প্রমুখ।