বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-সিলেট সড়কে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুর রেলষ্টেশনে তেল বোঝাই ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে।
রোববার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।দুর্ঘটনার পর থেকে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মালবাহি ট্রেন লাইনচ্যুত হওয়ার আটকা পড়ে কালনী, পারাবত সহ কয়েকটি ট্রেন।রশিদপুর ষ্টেশন মাষ্টার ইয়াছিন আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে করাঙ্গী নিউজকে জানান, ভোর ৪টার দিকে সিলেট থেকে তেল নিয়ে চট্রগ্রামগামী ট্রেনটি লাইনচ্যুত হয়।
আমাদের আউট সিগনালের বাইরে থাকতেই চাকার নাটগুলি ডিল হয়ে যায় ও চালকের স্রিড বাডিয়ে দেওয়ার কারনে হেলেডুলে আমার ষ্টেশনের ভিতরে এসে ৭টি বগি উল্টে পড়ে যায়।
তিনি আরও জানান, কুলাউড়া ও আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ চালাচ্ছে। তিনি বলেন দুপুর ১২টা ১টার দিকে হয়ত আমরা ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিক করতে পারব।