স্টাফ রিপোর্টার ॥
শারদীয় দূর্গা পুজার নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের উদ্যোগে ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে।
শহরের রামকৃষ্ণ মিশন রোডে গতকাল সন্ধায় ওয়াচ টাওয়ারের উদ্বোধন করেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সূপার মোঃ খলিলুর রহমান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. নলিণী কান্ত রায় নিরু, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি জগদীশ চন্দ্র মোদক, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি কাউন্সিলর গৌতম কুমার রায়, সাংগঠনিক সম্পাদক পংকজ কান্তি পল্লব প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।