সৈয়দ শাহান শাহ পীর :
শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুতাং বাজারে এঘরটি কিসের?ঘর নিয়ে সুতাং বাজারবাসীর কৌতুহল সৃষ্টি হয়েছে।
জানাযায়, গত বছর সুতাংশাহজীবাজারে সরকার কর্তৃক উক্ত বাজারের আংশিক ড্রেনসহ ২/১টি ঘর নির্মাণ করা হয়। তবে বাজারের অন্যান্য কাজ অসম্পূর্ণ থেকে যায়।
উল্লেখ্য, এ বাজারটি বিভিন্ন প্রকারের সমস্যায় জর্জরিত থাকায় সরকার কর্তৃক বাজারের উন্নয়ন কাজ হবে বলে জানাগেলে বাজার এবং এলাকাবাসী আশান্বিত হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আর সম্পূর্ণ উন্নয়ন কাজ হয়নি, অসম্পূর্ণ থেকে যায়। এতে বাজার এলাকাবাসীর ক্ষোভ রয়েছে।
অন্যদিকে, সুতাং নদীর তীরে এবং উক্ত বাজারের বাঁশ বাজার সংলগ্ন একটি ঘর নির্মাণ করা হয়েছে ঠিকই কিন্তু উপরে চাউনি আছে চারপাশে কোনো দেয়াল অথবা বেড়া নেই ফলে বাজার এবং এলাকাবাসীর নিকট প্রশ্নের সৃষ্টি হয়েছে এ ঘরটি কিসের? তাই এ প্রতিনিধি বাজার ইজারাদার, বাজার কমিটি এবং বাজার এলাকাবাসীর নিকট জানতে পান উক্ত ঘরটি নাকি বাজারের ময়লা-আবর্জনা বর্জ্যের ঘর হিসেবে নির্মাণ করা হয়েছে।
ফলে, ঘরটির উপর আরো প্রশ্নবিদ্ধ হচ্ছে যে, ময়লা আবর্জনা এবং বর্জ্যের ঘর কি এমনই হয়?